চেহারা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন, চালিয়েও দারুন আরাম Triumph Thruxton 400

 Triumph Thruxton: ট্রায়াম্ফ একটি বিখ্যাত টু-হুইলার ম্যানুফ্যাকচারিং কোম্পানি। যুবকদের মধ্যে এই কোম্পানি সম্প্রতি ভীষণ জনপ্রিয়তা লাভ করেছে। ট্রায়াম্ফ সাধারণত সুপার বাইক ও স্পোর্টস বাইক লঞ্চ করে থাকে। আর এই ধরনের বাইক ছেলেদের যে ভালো লাগবে তা বলা বাহুল্য।

gentstalk.blogspot.com
Triumph Thruxton 400

আপনি যদি নতুন বাইক কেনার প্ল্যান করে থাকেন তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য উপযুক্ত হতে পারে। এই প্রতিবেদনে আমরা কথা বলব ট্রায়াম্ফের অন্যতম জনপ্রিয় মডেল Triumph Thruxton-এর সম্বন্ধে। এই বাইকে আপনারা এডভান্স ফিচার ও শক্তিশালী ইঞ্জিনের সুবিধা পেয়ে যাবেন। রাতে রাইড করার জন্য এই বাইকে এলইডি লাইটিং-এর সুবিধা দেওয়া হয়েছে।

Triumph Thruxton: ইঞ্জিন

এই বাইকে কোম্পানি 399 সিসি-র লিকুইড কুল্ড, সিঙ্গেল সিলিন্ডার শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করেছে। এই ইঞ্জিন 40 বিএইচপি শক্তি ও 47 এনএম টর্ক উৎপাদন করতে পারে। প্রতি লিটার পেট্রোলে Triumph Thruxton প্রায় 35 কিলোমিটার মাইলেজ দিতে পারে।

Triumph Thruxton: ফিচার্স

এই বাইকে আপনারা বেশ কিছু আধুনিক ফিচারের সুবিধা পেয়ে যাবেন। এতে রয়েছে অ্যানালগ ইন্সট্রুমেন্ট কনসোল, এনালগ অডোমিটার, এনালগ ট্রিপ মিটার, এনালগ স্পিডোমিটার, ক্লক, এলসিডি ডিসপ্লে ইত্যাদি। এছাড়া রাতে বাইক চালানোর জন্য এলইডি হেড লাইট, এলইডি টেইল লাইট ও এলইডি টার্ন সিগন্যাল ল্যাম্পের ব্যবহার করা হয়েছে।

gentstalk.blogspot.com
Triumph Thruxton 400

Thruxton: দাম

ভারতে এই বাইকের এক্স শোরুম দাম 3 লাখ টাকা থেকে শুরু হয়েছে। তবে আপনারা চাইলে ফাইন্যান্স প্ল্যানে এই বাইকটি কিনতে পারবেন।

এরকম আরো নতুন নতুন Updates পেতে সাইটটি ফলো করে রাখতে ভুলবেন না।
 

0 Comments